মহারাষ্ট্রের বীড জেলায় দুটি উল্কার মতো দেখতে বস্তু পড়ল আকাশ থেকে। এই আবহে সেই উল্কা -সদৃশ বস্তুর নমুনা সংগ্রহ করা হয়েছে গবেষণার জন্যে। বস্তুটি অস্বাভাবিক ঘন বলে জানা গিয়েছে। এই বস্তুগুলি ওয়াদভানি তহশিলের খালওয়াত নিমগাঁও গ্রামে মিলেছিল গত মঙ্গলবার। এই উল্কার মতো বস্তুগুলির একটি কৃষকের বাড়ির চাল ভেদ করে ঘরে এসে পড়েছিল বলে জানা যায়। এছাড়া পাশের ক্ষেতে আরও এমন পাথরের মতো বস্তু আকাশ থেকে এসে পড়েছিল। (আরও পড়ুন: ট্রাম্পের পালটা শুল্ক জুজুতে শঙ্কিত নয় ভারত, 'অন্য ছক' কষার চেষ্টা চলছে)
আরও পড়ুন: ট্রাম্পের বিদেশ নীতি অনেকাংশেই ভারতের জন্যে ভালো, বড় দাবি জয়শংকরের
ছত্রপতি সম্ভাজিনগরের এমজিএমের এপিজে আব্দুল কালাম অ্যাস্ট্রোস্পেস অ্যান্ড সায়েন্স সেন্টারের পরিচালক ডঃ শ্রীনিবাস আউন্ধকার বলেছেন, 'তহশিল অফিস আমাদের পরিদর্শনের জন্য চিঠি লিখেছিল এবং সেই অনুযায়ী আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা পরবর্তী গবেষণার জন্য একটি নমুনা সংগ্রহ করেছি। বস্তুটি বেশ ঘন এবং প্রায় ২৮০ গ্রাম ওজনের।' আউন্ধকার জানিয়েছেন, তারা বস্তুটি নিয়ে গবেষণা করবেন এবং বীড জেলাশাসকের কাছে প্রতিবেদন জমা দেবেন। (আরও পড়ুন: বাংলাদেশিদের 'হাতকড়া পরাতে' চলেছেন ট্রাম্প, বৈঠক হল ঢাকায়)
আরও পডু়ন: মাথায় হাত বাংলাদেশের, খিদের জ্বালায় কুঁকড়ে যাবে রোহিঙ্গারা
এর আগে ২০২২ সালের ১৭ অগস্ট গুজরাটের দু'টি গ্রামে এসে পড়েছিল উল্কার টুকরো। সেই উল্কাটি খুবই বিরল বলে এবার জানিয়েছিলেন বিজ্ঞানীরা। গ্রামবাসীরা প্রথমে এই উল্কাটির বিষয় খেয়াল করেননি। উল্কাপাতের সময় পিণ্ডটি বেশ কিছু ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। জানা যায়, বড় অংশটি রাভেল গ্রামের এক বারান্দায় ভেঙে পড়েছিল। এই উল্কার ভগ্নাংশের সবচেয়ে বড় টুকরোর ওজন ছিল ২০০ গ্রাম।