Adi Ganga Project at ₹700 cr: ৭০০ কোটি টাকায় আদিগঙ্গার সংস্কার করবে পুরনিগম! কাজ শুরু ২০২৫-তে কবে প্রাণ আসবে? Updated: 22 Sep 2024, 01:56 PM IST Ayan Das আদিগঙ্গার সংস্কারের ক্ষেত্রে বড় পদক্ষেপ করল কলকাতা পুরনিগম। এখন যা টালি নালা হিসেবেই পরিচিত। রুদ্ধ হয়ে যাওয়া আদিগঙ্গায় প্রাণ ফেরাতে প্রায় ৭০০ কোটি টাকায় সংস্কারের কাজ করা হবে। ইতিমধ্যে বরাত দিয়ে দেওয়া হয়েছে।