অবশেষে সামনে এল ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা। মঙ্গলবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে এই তালিকা ঘোষণা করা হয়েছে। নাহ, ভারতীয়দের হতাশ করে এই তালিকায় স্থান পেল না কিরণ রাও-এর ‘লাপাতা লেডিজ’। তবে ভারতীয়দের জন্য একটু হলেও আনন্দের খবর ইউকে থেকে জমা পড়া সন্ধ্যা সুরি পরিচালিত হিন্দি ছবি ‘সন্তোষ’ এই চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে।
অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে 'লাপাতা লেডিস'এর নাম যাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে আশায় বুক বেঁধেছিলেন এদেশের সিনেমাপ্রেমীরা। তবে সে স্বপ্নপূরণ হল না। মঙ্গলবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে ঘোষিত তালিকা হতাশ করল সিনেপ্রেমী ভারতীয়দের। এই সংক্ষিপ্ত তালিকাই চূড়ান্ত মনোনয়নের দিকে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গোল্ডেন লেডিকে হাতে তোলার জন্য ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ডকুমেন্টরি ফিচার, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, মিউজিক (আসল স্কোর), মিউজিক (আসল গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম সহ অন্যান্য বিভাগে অস্কার জেতার দৌড়ে কারা থাকবেন তারই একটা প্রাথমিক ধারণা দিল এই তালিকা।