দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু' যে অবশেষে মুক্তি পেতে পারে, তার একটা আভাস দিয়েছিলেন অভিনেতা প্রযোজক দেব। ছবির আর এক প্রযোজক রানা সরকারের সঙ্গে সমাজমাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। আর এবার দেব জানালেন 'ধূমকেতু' মুক্তির সময়!
‘খুব জলদি আসছে না…’! ধূমকেতু নিয়ে এ কী বললেন দেব।
দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু' যে অবশেষে মুক্তি পেতে পারে, তার একটা আভাস দিয়েছিলেন অভিনেতা প্রযোজক দেব। ছবির আর এক প্রযোজক রানা সরকারের সঙ্গে সমাজমাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। আর এবার দেব জানালেন 'ধূমকেতু' মুক্তির সময়!
এই প্রসঙ্গে দেব আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ধূমকেতু খুব শীঘ্রই আসছে না, আমার কোথাও যেন মনে হয়। তাও আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি আনার। দেখা যায় কী হয়।’ কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল মে মাসে ছবিটা আসতে পারে, এই প্রসঙ্গে দেব জানান তিনিও সেই সব গুঞ্জন শুনেছেন তবে খুব তাড়াতাড়ি ছবিটা আসছে না।
'বুনোহাঁস'-এর পর এই ছবিতে ফের তৎকালীন মাস মুভির সুপারস্টার দেব ও শুভশ্রীকে অন্যরকম ধারার ছবিতে পাবেন বলে দর্শকরা আসা করেছিলেন। কিন্তু সেই সময় ছবিটা মুক্তি পায়নি, ফলে মাঝে অনেকটা জল গড়িয়ে গিয়েছে। দেব ও শুভশ্রী তাঁদের ছবির ধারাও বদলেছেন। বাণিজ্যিক ছবির ছক ভেঙে অন্য আঙ্গিকের ছবিতেও ধরা দিয়েছেন। একের পর এক অন্যধারার কাজ উপহার দিয়েছেন দর্শকদের। তাই সেই সময় দর্শকদের তাঁদের অন্যভাবে দেখার যে খিদে ছিল তা এখন অনেকটাই মিটেছে। এই প্রসঙ্গে প্রশ্ন উঠলে নায়ক অবশ্য তা এড়িয়ে যান। জানান ছবি মুক্তির আগে তিনি এই বিষয় নিয়ে মুখ খুলবেন।
প্রসঙ্গত, ছবির পরিচালক কৌশিক সেন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, উগ্রপন্থিদের পরিবারের গল্প ফুটে উঠবে ছবিতে। ‘ধূমকেতু’তে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির। কিন্তু নানা কারণে গত ৯ বছর ধরে মুক্তি পিছিয়ে যায় ক্রমাগত। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। কিন্তু ছবির দুই যৌথ প্রযোজক এবং দেব ও রাণা সরকারের মধ্যে বাকবিতণ্ডার জেরেই এত লম্বা সময় ধরে ছবি মুক্তি স্থগিত ছিল।
একসময় টলিউডের অন্যতম চর্চিত প্রেম ছিল দেব ও শুভশ্রীর। তবে তা টেকেনি। কিন্তু বিচ্ছেদের পরও দু'জন একসঙ্গে হয়েছিলেন এই সিনেমার কারণে। এখানেই শেষ নয়, ধূমকেতু-তে একটি চুমুর দৃশ্যও ছিল দু'জনের।