মিমি-অঙ্কুশের বন্ধুত্ব বহু পুরনো। সেই কেরিয়ার শুরুর সময় থেকে। এখনও অটুট সেই বন্ধুত্ব। সম্প্রতি, মিমির বাড়🥃িত✃ে হাজির হয়েছিলেন অঙ্কুশ। তাও আবার একটা শর্টস আর টি-শার্ট পরেই পৌঁছে যান। আর সেখানেই দেখা মিলেছিল জাদু-র। আর তখনই বিপত্তি।
‘বাবা, কী হচ্ছে রে…’, বলে জাদুকে আদর করে ডাকতেই অঙ্কুশকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করল পোষ্যটি। উত্তেজিত জাদুকে তখন টেনে ধরে রেখে সোফায় বসেছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। অঙ্কুশ জাদুকে বলল, ‘সুন্দর দেখতে লোকজনকে পছন্দ হচ্ছে না? তোর মালকিন দেখতে ওইরক🦋ম বলে। তুই আগে এত সুন্দর লোক দেখিস নি🍷…’। অঙ্কুশের কথা শুনে তখন ক্রমাগত ডাকতে থাকল কুকুরটি। আর তখন বন্ধুর কথাবার্তায় মিমিও অঙ্কুশের পিঠে চাপড় মারতে থাকলেন। পাশ থেকে তখন শোনা যাচ্ছিল ঐন্দ্রিলা গলাও। মিমি বললেন, ‘যে যেমন দেখতে, ও আসলে আগলি (কুৎসিত) লোকেদের পছন্দ করে না।’ নাহ এখনে কিন্তু পুরোটাই ঘটেছে মজার ছলে অঙ্কুশ বা মিমি এখনে কেউই কাউকে অপমান করেননি।
এরপর অঙ্কুশ অবশ্য নিজের ঠোঁট দুটি বাড়িয়ে দিলেন জাদুকে চুমু দেওয়ার জন্য। কুকুরটিও তখন অঙ্কুশের ঠোঁট চাটতে থাকল। মিমি🐻 বললেন, ‘মুখে য🍃খন কামড়ে দেবে তখন বুঝবি ঠেলা…’। নাহ, জাদু অবশ্য অঙ্কুশকে কামড়ায়নি।
'বিশেষ করে মুখে কামড়ে দেবে না বুঝবি তখন…', মিমির এমন ম🍒ন্তব্যে বেশ মজা পেয়েছেন অনেক নেটিজেন। ভিডিয়োটি পোস্ট করে মিমি ক্যাপশানে লেখেন, ‘জাদু আসলে চেক করছিল বাস্তবটা কী! আমরা জাদু মানে সবাই জানি। এই পোস্টটা করতে গিয়ে আমি যে কী খুশি…’ 𝄹সঙ্গে একাধিক হাসির ইমোজিও দিয়েছেন মিমি।
মিমির এই পোস্টে অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকেই মিমির কাণ্ডে না হেসে পারেননি। অভিনেত্রী বন্ধুদের সঙ্গে অঙ্কুশের খুনসুটি অবশ্য নতুন নয়, এটা নিত্যদিনের। গতকাল অর্থাৎ সোমবারই ইনস্টাগ্রামের লেদার জ্যাকেট পরে পোজ দিয়ে ছবি পোস্ট করেছিলেন অঙ্কুশ। আর সেখানে কমেন্ট বক্সে মিমি গিয়ে লিখে আসেন, ‘এই গরমে জ্যাকেট! সত্যিই?’ মিমির কমেন্ট খেয়াল করেছিলেন অঙ্কুশও, তিনিও পাল্টা উত্তর লেখেন, ‘আমি হট এটা সত্যি, তাবলে🧔 কি আমি কখনও জ্যাকেট পরব না?’ অঙ্কুশ-মিমির এই খুনসুটিতেও তখন বেশ মজা পেয়েছিলেন নেটিজেনরা। একজন আবার তারই মধ্যে অঙ্কুশকে সমর্থন করে লেখেন ‘একদম’।