সলমন বলেন, এখন সবথেকে বড় সমস্যা, আমি যখন ট্রাফিকের মধ্যে ফেঁসে থাকি, তখন এত নিরাপত্তা, যানবাহন অন্যদের অসুবিধার সৃষ্টি করে। অনেকেই আমাকে দেখেন। আর আমার আসহায় ভক্তরা…। আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, আর সেকারণেই এই নিরাপত্তা। আর আমাকে এখন যা বলা হচ্ছে আমি তাই করছি।
সলমন খানের নিরাপত্তা
এখন গ্যাংস্টারদের নজরে রয়েছেন সলমন খান। পাচ্ছেন একের পর এক খুনের হুমকি। আর এরপরই সম্প্রতি সলমনকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ। সম্প্রতি একের পর এক হুমকির মুখে কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন সেবিষয়েই কথা বলেছেন সলমন খান।
সম্প্রতি ইন্ডিয়া টিভির শো 'আপ কি আদালত'-এ হাজির হয়েছিলেন সল্লু। সেখানেই সাম্প্রতিক উদ্বেগপূর্ণ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ‘ভাইজান’। বলেছেন নিরাপত্তাহীনতায় ভোগার থেকে নিরপত্তার মধ্যে থাকা ভালো। হ্যাঁ, এখন তাই নিরাপত্তার মধ্যেই আমায় থাকতে হচ্ছে। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। আর এখন সবথেকে বড় সমস্যা, আমি যখন ট্রাফিকের মধ্যে ফেঁসে থাকি, তখন এত নিরাপত্তা, যানবাহন অন্যদের অসুবিধার সৃষ্টি করে। অনেকেই আমাকে দেখেন। আর আমার আসহায় ভক্তরা…। আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, আর সেকারণেই এই নিরাপত্তা। আর আমাকে এখন যা বলা হচ্ছে আমি তাই করছি। কিসি কা ভাই কিসি কি জান-এ একটা ডায়ালগ আছে যে ওদের ১০০ বার ভাগ্যবান হতে হবে, আমাকে একবার ভাগ্যবান হতে হবে। আর তাই আমাকে খুব সতর্ক থাকতে হবে।'