চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন ডক্টর মনমোহন সিং। তাঁর হাত ধরেই ভারতের অর্থনীতিতে এসেছিল বিরাট বদল। দেশের অর্থনৈতিক সংস্কারের রূপকার যে তিনিই, এই কথা নিঃসন্দেহে বলা যায়। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত গোটা দেশ। এদিন তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখলেন বাংলার রকস্টার রূপম ইসলাম।
আরও পড়ুন: 'আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না', ফের চাঁচাছোলা দেব! নাম না করে কী বললেন রাজকে নিয়ে?
মনমোহন সিংকে নিয়ে কী লিখলেন রূপম ইসলাম?
এদিন রূপম ইসলাম দুটো ছবি পোস্ট করেন তাঁর ফেসবুকের পাতায়। সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে কালো পোশাক। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন ডক্টর মনমোহন সিং। তাঁর পরনে সাদা পোশাক। মাথায় আকাশি পাগড়ি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তাঁরা একে অন্যকে নমস্কার জানাচ্ছেন।
আরও পড়ুন: হ্যাকারদের জারিজুরি? উধাও উষসীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ অভিনেত্রী
এই ছবি দুটো পোস্ট করে মনমোহন সিংয়ের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণা করেন রূপম। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করতে গিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা লিখে সকলকে জানান, 'প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর আমন্ত্রণে তাঁর বাসভবনে সংগীতশিল্পী হিসেবে সম্মানিত হওয়ার অভিজ্ঞতা কখনও ভুলবার নয়।'
মনমোহন সিং প্রসঙ্গে
না ফেরার দেশে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ৯২ বছরেই নিভল তাঁর জীবন প্রদীপ। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর নিউ দিল্লির AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভুগছিলেন বয়সজনিত নানা ধরনের রোগে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক বলিউড তারকা। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে কপিল শর্মা, কমল হাসান, দিলজিৎ দোসাঁঝরা লিখেছেন শোকবার্তা। দীর্ঘ ৩৩ বছর রাজ্য সভায় কাটিয়ে এই বছরের শুরুর দিকে অবসর নিয়েছেন মনমোহন সিং। ১৯৩২ সালে পঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি। দুবার ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি।
আরও পড়ুন: রণবীর - দীপিকা থেকে বিরাট - অনুষ্কা, কোয়েল - রানে: ২০২৪ এ বাবা-মা হলেন কোন কোন বলি - টলি তারকারা?