গত বছর বিগ বস ওটিটির ঘর থেকে সম্পর্কে জড়ান শমিতা শেট্টি এবং রাকেশ বাপাট। গত মাসে, শমিতা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন তাঁদের বিচ্ছেদ হয়েছে। খবরটি ঘোষণার মাত্র কয়েক দিন পরে, শমিতা তাঁদের দুজনের নতুন মিউজিক ভিডিয়ো ‘তেরে ভিচ রব দিসদা’ গানের একটি পোস্টার শেয়ার করেছিলেন। শুক্রবার প্রকাশিত হয়েছে সেই গান।
শনিবার ফের একসঙ্গে দেখা মিলল রাকেশ-শমিতার। তাঁদের একসঙ্গে দেখে সকলের মনে প্রশ্ন, তাহলে কি ফের একসঙ্গে তাঁরা?
এর পাপারাৎজ্জোর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্যামেরার সামনে ফের একসঙ্গে পোজ দিয়েছেন রাকেশ-শমিতা। ভিডিয়োর নীচে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘তোমরা কি আসলেই ব্রেক আপ করেছ?’ অন্য একজন বলেছিলেন, ‘আমার মন ভেঙে গিয়েছে।’ কেউ লিখেছেন, ‘তারা একসাথে ফিরে আসবে না।’ কারও প্রশ্ন, ‘আপনারা কি প্যাচ আপ করেছেন?’
আরও পড়ুন: হঠাৎ কেন সোশ্যাল মিডিয়ায় রণবীরের ছবি? কী বলছেন করণ? উত্তর শুনে চমকে যাবেন