সারা বিশ্বকে ফের ধীরে ধীরে গ্রাস করছে মহামারী আতঙ্ক। একের পর এক সেলিব্রেটির করোনা আক্রান্তের খবর শুনে উদ্বিগ্ন সাধারণ মানুষ। কিছুদিন আগেই এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কর🌠োনা আক্রান্তের খবর শোনা গিয়েছিল। এবার ব𝓰লি অভিনেত্রী শিল্পা শিরোদকরের শরীরে ধরা পরল কোভিড ১৯ ভাইরাসের অস্তিত্ব।
আরও পড়ুন: 🎃বলি সেলিব্রিটিদের এমন ৭ চুম্বন মুহূর্ত, যা এক সময় ত🎃ৈরি করেছিল বিতর্ক
কোভিড আক্রান্ত হওয়ার খবর নিজে꧒ই ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো সবাইকে। আমার ღকোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। সবাই সাবধানে থাকুন এবং মাস্ক পরে থাকুন - শিল্পা শিরোদকর।’
তবে শিল্পা ছাড়াও অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পোস্ট করতে দেখা গিয়েছে ভাইরাল বিহানির অ্যাকাউন্ট থেকে। শিল্পার অসুস্থতার কথা জানিয়ে এই অ্যাকাউন্ট থেকে জানানো হয়, আবার কোভিড ১৯ আছড়ে পড়তে চলেছে গোটা দেশে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেডের করোনায় আক্রান্ত হওয়ার পর এবার বলไি অভিনেত্রী শিল্পা শিরোদকরের শরীরেও এই মারাত্মক ভাইরাস ধরা পড়েছে।
শিল্পার এই অসুস্থতার কথা শুনে ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘🅷তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার যত্ন নিন, সাবধানে থাকুন।’ কমেন্ট বক্সে এমন অনেক ব্যক্তি শিল্পার দ্রুত সুস্থ♕তা কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
আরও পড়ুন: সি সেকশনে𓆏র বদলে নরম্যাল ডেলিভারির সিদ্ধাౠন্ত! মেয়ে আথিয়াকে নিয়ে গর্বিত সুনীল, বললেন...
আরও পড়ুন: অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল ধামাౠল ৪ মুক্তির দিন, কবে আসছে অজয়-রীতেশদের ছবি?
প্রসঙ্গত, ভারতীয় অভিনেত্রী তথা প্রাক্তন মডেল শিল্পা ১৯৮৯ থেকে ২🦹০০০ সাল পর্যন্ত বলিউডে একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। মাঝে ১৩ বছর বলিউড থেকে বিরতি নেওয়ার পর ২০১৩ সালে ‘এক মুঠি আসমান’ ছবির মাধ্যমে প্রত্যাবর্তন ꦗকরেন তিনি। ২০২৪ সালে ‘বিগ বস’ নামক রিয়েলিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফের জনপ্রিয়তা পেয়েছিলেন শিল্পা।