মাঝে কদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদ, জমায়েত, সহ নানা আপডেটের ভিড়ে তেমন ভাবে আলাদা করে অন্যান্য জিনিস ভাইরাল হয়নি। কিন্তু উক্ত ঘটনার রেশ কিছুটা হালকা হতেই যেই কী সেই! এদিন এক মহিলার ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়ে যায়। আর সেটা দেখেই হেসে গড়িয়ে পড🌄়ছে নেটপাড়া।
আরও পড়ুন : RG Kar কাণ্ডের রেশ,ജ উৎসবের সঙ্গে জন্মদিনের হইচইতেও ‘না’! বিয়ের পর প্রথম বার্থডে কীভাবে কাটালেন সোহিনী?
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে💎 সেখানে দেখা হচ্ছে একটি সরু রাস্তার দুই পাশে সার দিয়ে গাড়ি, অটো দাঁড়ানো। গাড়ি যাতায়াতও করছে। আর সেসব তোয়াক্কা না করেই এক মহিলা শাড়ি পরে হিন্দি গানে দেদার নেচে চলেছে। আর তাঁর এই উদ্ভট কাণ্ড দেখে ঘাবড়ে যান এক সাধারণ পথচারী। তিনি অটোয় উঠতে গিয়ে এই কাণ্ড দেখে হতভম্ভ তাকিয়েই থাকেন।
অন্যদিকে পিছনে দাঁড়িয়ে থাকা কিছু ব্যক্তি হাসতে থাকেন সেই মহিলার কাণ্ড দেখে। একজন তো পিছন থেকে ছুটে আসা একটি ট্রাককে হাত দেখিয়ে দাঁড় করান। গোটা জিনিসটা দেখেই হেসে কূলকিনারা পাচ্ছে না নেটনাগরিকরা। বহুবার শেয়ার হয়েছে এটি। দেখা হ♛য়েছে কয়েক হাজার বার। তবে স🐈বার নজর কেড়েছে সেই অটোয় উঠতে যাওয়া ভদ্রলোকের রিঅ্যাকশন। অনেকেই আবার যারপরনাই বিরক্ত এভাবে রাস্তায় নাচ করায়।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'কাকুটা ভাবছে যে কী হল রে বাবা, মৃগী রুগী নাকি?' আরেকজন লেখেন, 'যে কারোরই খুব awkward আর cheap লাগবে এরকম কিছু রাস্তার মা🍎ঝে হঠাৎ করে হতে দেখলে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আসলে ভদ্রভাবে চলাটাই সবথেকে এখন সমাজে বসবাস করার অযোগ্যতার মধ্যে পড়ে গিয়েছে।'
আরও পড়ুন : ডোনেশন নয়, মেধারꦓ জোরেই ডাক্তার হয়েছেন কিঞ্জল! অনিকেতের আক্রমণের পর প্রকাশ্যে আনলেন ๊WBJEE -র র্যাঙ্ক
আরও পড়ুন : একদিকে ডাকাতি, আরেকদিকে পরিবারের চাপ! রুদ্ধশ্বඣাস থ্রিল - অ্যাকশনে জমজমাট শিবপ্রসাদ - আবিরের বহুরূপীর ঝলক