অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছেন বহু আগেই। তবে পরিচালক হিসাবেও দূরন্ত সফল রাকেশ রোশন। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘𒈔কৃষ-৪’ আনতে চলেছেন রাকেশ। যে ছবিতে আরও একবার সুপারহিরো হিসাবে ছেলে হৃত্বিককে তুলে ধরবেন তিনি। তবে সম্প্রতি সাক্ষাৎকারে রাকেশ রোশন জানাচ্ছেন 'কৃষ-৪'ই হতে চলেছে পরিচালক হিসাবে তাঁর শেষ ছবি।
ঠিক কী বলেছেন রাকেশ রোশন?
রাকেশ রোশন বলেন, 'আমি আরꦜ পরিচালনা করব বলে মনে হয় না। তবে আমি খুব শীঘ্রই 'কৃষ ৪'-এর কথা ঘোষণা করব। আর এটাই সম্ভবত হতে চলেছে পরিচালক হিসাবে আমার শেষ ছবি। তবে কৃষ ৪ তৈরি হবেই। হয়ত আমার সঙ্গে অন্য কোনও পরিচালকও থাকতে পারেন। তবে পরিচালনায় এটাই শেষ। তবে আম𝔉ি প্রযোজক হিসাবে আরও অনেক নতুন নতুন ছবি বানাব।' বহুদিন ধরেই কৃষ- ৪ ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সিনেপ্রেমীরা। যেখানে আবারও সুপারহিরো হয়ে ওঠার কথা হৃত্বিক রোশনের।
আরও পড়ুন-চেয়ারে বসে হঠাৎই 🍰কাঁপত🐟ে শুরু করলেন আবির, প্রকাশ্যে আনলেন রানা, কী আবার হল অভিনেতার?
আরও পড়ুন-সারারাত জেগে থাকছে মেয়ে কৃষভি, তাই দিনের বেলায় সুযোগ বুঝে…কী বললেন 🐽শ্রীময়ী?
২০০৩ সালে হৃত্বিক রোশন-প্রীতি জিন্টাকে নিয়ে কল্পবিজ্ঞান ভিত্তিক ছবি 'কোয়ি মিল গয়া' বানিয়েছিলেন রাকেশ রোশন। ছবি ছিল ব্লকবাস্টার। এরপর ২০০৬ সালে সুপারহিরো ‘কৃষ’-কে সামনে এনেছিলেন রাকেশ। কেন্দ্রীয় চরিত্রে আবারও তাঁর নিজের ছেলে। এরপর ২০১৩ সালে বানিয়েছিলেন 'কৃষ-৩'। এই দুটি ছবিও ছিল সুপার হিট। আর এবার ‘কৃষ-৪’-এর অপেকꦯ🍸্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।
শোনা যাচ্ছে, 'কৃষ-৪'-এর জন্য রাকেশ রোশনে🎐র সঙ্গে থাকতে পারেন সিদ্ধার্থ আনন্দ। সব ঠিক থাকলে নতুন বছরেই শুরু হতে পারে ছবির শ্যুটিং। এর আগে সিদ্ধার্থ আনন্দের পর꧋িচালনায় ‘ব্যাং ব্য়াং’ 'ওয়ার' ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক রোশন। আর তাই সিদ্ধার্থ আনন্দকে অনেকটাই ভরসা করেন অভিনেতা। সেকারণেই তাঁকে নেওয়ার সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। যদিও আবার কেউ কেউ বলছেন আজকালকার দিনে 'সুপার হিরো' ছবি বানানোর জন্য পুরোপুরি বাবার উপর ভরসা রাখতেও পারছেন না হৃত্বিক, সেকরাণেই নাকি এমন সিদ্ধান্ত।